জগন্নাথপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ২:১৯ অপরাহ্ন /
জগন্নাথপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সভা

 

স্টাফ রিপোর্টারঃ
সরকার ও সংস্কারপন্থী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী ডিজিটাল সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জানুয়ারি বুধবার দুপুরে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আয়োজনে জগন্নাথপুর গ্রামের ৫নং ওয়ার্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সামাজিক ব্যাক্তিত্ব ওলিউর রহমানের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো: আলী হুসেন মানিক, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, সামাজিক ব্যাক্তিত্ব সৈয়দ ইসমাইল আলী সহ আরো অনেকে।

(ভিডিও সহ নিউজ)

এসময় সমাজ সেবক আব্দুল আউয়াল, খলিলুর রহমান, আব্দুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ছাত্র জনতার ২৪ এর বিপ্লবের স্বার্থকতাকে কে ধূলিস্যাৎ করতে একটি বিশেষ মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচার ও ষড়যন্ত্রে তৎপর। বিশেষ করে একটা অসৎ শ্রেণী বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী দোসর চক্রের অন্যতম সিলেট সিটি কর্পোরেশনে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া ও রয়েছে মানবাধিকার কর্মী পরিচয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক ছদ্মবেশী নেতাকর্মী । যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে ফেইসবুকে ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে মিথ্যা তথ্য দিয়ে বর্তমান এই সংস্কারপন্থী অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তাদের মধ্যে বাবুল তালুকদার, মোঃ হাসনাত আল হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তোফায়েল, কবির চৌধুরী তন্নয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সময় বক্তাগণ তাদেরকে রাষ্ট্রদ্রোহীতার অপরাধে অভিযুক্তকরে অনতিবিলম্বে ইন্টারপুলের মাধ্যমে দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলানোর জন্য ড. ইউনুস সরকারের প্রতি আহবান জানান। তাছাড়া বক্তারা আরো বলেন দেশ ও জাতীর স্বার্থে সবি ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে যেসব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সব শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল। তাই নতুন বাংলাদেশে ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করে একটি বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশ প্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।