জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের প্রবাসী আব্দুল কাদির ও প্রতিবেশী আবুল বশরের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মানিকের ছেলে আব্দুল কাদির (৫৭), আপ্তাব আলীর ছেলে মান্না মিয়া (২৪) সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন।
এর মধ্যে আশংকাজনক অবস্থায় প্রবাসী আব্দুল কাদিরের পক্ষের মান্না মিয়াকে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী আবুল বশর সড়কে ধান শুকাতে দিলে স্থাপনার কাজের জন্য ওই সড়ক দিয়ে প্রবাসী আব্দুল কাদিরের লোকজন ট্রলি গাড়ি দিয়ে ইট আনতে চাইলে তারা বাধা দেন। এ নিয়ে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে সংঘর্ষের সৃষ্টি হয়।
যুক্তরাজ্য প্রবাসী ও ভুক্তভোগী আব্দুল কাদির বলেন, হামলাকারীরা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। আমি প্রতিবেশী ও প্রবাসে থাকার সুবাদে আমার সম্পত্তি আত্মসাতের জন্য তারা দিনের পর দিন নানাভাবে পায়তারা করে যাচ্ছে। এমনকি আমি দেশে আসার পরও তারা নানা ষড়যন্ত্র করে। আমাকে প্রাণে মারার জন্য আমার বাড়ির সামনের একমাত্র সড়কে ধান শুকানোর নাটক করে। আমরা প্রতিবাদ করলে আবুল বশর ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। বর্তমানে আমরা আতঙ্কে আছি।
আবুল বশরের ছেলে আবু তালেব বলেন, কয়েকদিন ধরে আমরা রাস্তায় ধান শোকাচ্ছি। এ কথা বলার পরও আব্দুল কাদিরের লোকজন সড়কে ট্রলিতে করে বাড়িতে ইট নিয়ে যান। এতে আমরা বাধা দেই। তিনি বলেন, এ ঘটনায় আমরাও আহত হয়েছি
জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ও সেকেন্ড অফিসার এস আই সাকিব আহমেদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :