পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
admin
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ২:২৬ অপরাহ্ন /
০
রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করাসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়। পুলিশ সদর দফতরের এআইজি মো. কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার ও পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নাজমুল হাসানকে পুলিশ সদর দফতরে ও পুলিশ সদর দফতরের ডিআইজি মো. রুহুল আমিনকে ট্যুরিস্ট পুলিশে, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে পুলিশ সদর দফতরে টিআর পদে বদলি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :