আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন /
আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ

প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর— শান্তিগঞ্জ) আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আবদুস সামাদ আজাদের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের ২৭ এপ্রিল বার্ধ্যকজনিত কারণে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুস সামাদ আজাদ ১৯২৬ সালের ১৫ জানুয়ারি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওর ব্যষ্ঠিত ভুরাখালি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে তিনি সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। ১৯৪৩ সালে তিনি সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যাালয় থেকে মেট্রিক এবং ১৯৪৮ সালে সিলেট মুরারি চাঁদ কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও ইতিহাস বিষয়ে এম এ পাশ করেন। তৎসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় তাঁর এম এ ডিগ্রি কেড়ে নেওয়া হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং কারাবরণ করেন।

১৯৫৩ সালে তিনি পূর্ব পাকিস্তান যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হন। ১৯৫৪ সালে যুক্তফন্ট্রের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ৭০ সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ৭১ সালে মুজিবনগর সরকারের রাজনৈতিক উপদেষ্টা ও ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত হিসেবে মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। তিনি স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে তিনি সুনামগঞ্জ—২ ও ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুস সামাদ আজাদ একজন সফল কূটনৈতিক, তুখোড় পার্লামেন্টারিয়ান, তিনি সরকারের পররাষ্ট্র, কৃষি মন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালনের পাশাপাশি বিরোধী দলীয় উপনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল থেকে টানা তিনবার সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যাগে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ—৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান। এক শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষাসৈনিক গণমানুষের নেতা আব্দুস সামাদ আজাদ দেশের কল্যাণে বিশেষ ভূমিকা পালন করে গেছেন। তিনি দেশ ও জাতির হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন। এদিকে, আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ বারের আইনজীবী অ্যাড, শুকুর আলীর ব্যক্তিগত আয়োজনে কালেক্টরেট মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।