สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่าเว็บตรง บาคาร่า บาคาร่า บาคาร่า หวยออนไลน์ บาคาร่า บาคาร่า หวยออนไลน์ หวยออนไลน์ บาคาร่า หวยออนไลน์ บาคาร่า หวยออนไลน์ หวยออนไลน์
สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่าเว็บตรง บาคาร่า บาคาร่า บาคาร่า หวยออนไลน์ บาคาร่า บาคาร่า หวยออนไลน์ หวยออนไลน์ บาคาร่า หวยออนไลน์ บาคาร่า หวยออนไลน์ หวยออนไลน์
ফোর-বি বাইকের ছবি দেখাইয়া, হোন্ডা বাইক দিলো ডলফিন ফ্যাশন: সোশাল মিডিয়ায় ঝড় - alokitojagannathpur

ফোর-বি বাইকের ছবি দেখাইয়া, হোন্ডা বাইক দিলো ডলফিন ফ্যাশন: সোশাল মিডিয়ায় ঝড়


admin প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৫, ১:০৬ অপরাহ্ন /
ফোর-বি বাইকের ছবি দেখাইয়া, হোন্ডা বাইক দিলো ডলফিন ফ্যাশন: সোশাল মিডিয়ায় ঝড়

ফোর-বি বাইকের ছবি দেখাইয়া, হোন্ডা বাইক দিলো ডলফিন ফ্যাশন: সোশাল মিডিয়ায় ঝড়

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের ডলফিন ফ্যাশন নামের একটি কাপড়ের দোকানের বিরুদ্ধে লটারির নামে
কাস্টমারদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে।
এঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহিলাদের টার্গেট করে ডলফিন ফ্যাশন কুপনের মাধ্যমে প্রথম পুরুষ্কার মোটরসাইকেল দেয়ার ঘোষণা দেয়। এর পর ডলফিন ফ্যাশনের পরিচালক সহ দোকানের কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিকটকে বলেন, ডলফিনে ৫ হাজার টাকার কাপড় কিনলে প্রথম পুরুষ্কার মোটরসাইকেল পাওয়া যাবে! এ ধরনের ভিডিও আপলোড করে প্রচারণা চালানো হয়।

গত ৩০ মার্চ রাত ২ ঘটিকার সময় ডলফিন ফ্যাশনের সামনে একটি বিছানার চাদরে দুটি বাক্সের সকল কুপন ঢেলে লটারি দেওয়া হয়।
সেই লটারিতে প্রথম পুরুষ্কার মোটরসাইকেল জিতে নেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের শামীমা বেগম।

সেই মোটরসাইকেলের ছবি ফেইসবুকে অনেকেই পোস্ট করে বলেন, ডলফিন ফ্যাশন কর্তৃপক্ষ “দেখাইয়া বেগুন ভাজা খাওয়াইছে ঢেড়েশ”

সামাজিক যোগাযোগ মাধ্যম Mobile Paradise Sylhet নামক এক আইডি থেকে বলা হয়, কুপনে TVS 4v আর বাস্তবে HONDA LIVO এটা কেন? বলে তিনি প্রশ্ন করেন, তার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

রকি মিয়া নামের একজন লিখেন লোভনীয় অফার দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক।
জগন্নাথপুরের রিমা বেগম বলেন ” আমার ভাইয়ে মোটরসাইকেলের আশায় আমাদের সবাইকে বলছে ডলফিন থেকে কেনাকাটা করার জন্য, কুপনে তার নাম্বার দিতাম” কুপনে দেখলাম tvs Apache 4v মোটরসাইকেল! এখন দেখি হোন্ডা মোটরসাইকেল! কলকলিয়া ইউনিয়নের সাহেলা আক্তার বলেন, “কাস্টমারদের সাথে এ ধরনের আচরণ করলে মানুষ আর জাইত নায় তাদের দোকান” আমি ও ভেবেছিলাম ফোর বি বাইক পাওয়া যাবে।

ডলফিন ফ্যাশনের মালিক নজরুল ইসলাম বলেন, লাকি কুপনে মনোগ্রাম হিসাবে আমরা ফোর-বি মোটরসাইকেলের ছবি বসাই। মুলত আমরা আমাদের পক্ষ থেকে রানার হোন্ডা মোটরসাইকেল দেই তাদেরকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লটারির কিছুদিন আগ থেকে দোকানের সামনে রানার হোন্ডা মোটরসাইকেলটি রাখা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লা বলেন, ডলফিন ফ্যাশন লটারির মাধ্যমে মানুষকে লোভনীয় অফার দিয়ে কাপড় বিক্রি করছে।
কুপনে ফোর বি মোটরসাইকেল ছবি প্রদর্শন করে হোন্ডা মোটরসাইকেল দেয়া এটা প্রতারণার মধ্যে পড়ে। কাস্টমার থানায় মামলা করতে পারেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।